সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। গত ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় এই মামলাটি করেন মো. বাকের, যিনি আহাদুল ইসলামের বাবা। মামলায় আইনজীবী জেড আই খান পান্না ৯৪ নম্বর আসামি হিসেবে উল্লেখিত হয়েছেন। মোট ১৮০ জনের নাম আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও আছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ জুলাই খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারে ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং মারধরের শিকার হন। মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, ককটেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালান। আহাদুলকে গুলিবিদ্ধ করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
জেড আই খান পান্না বলেন, ঘটনাটি তিন মাস আগের, অথচ এখন তাঁর বিরুদ্ধে মামলা করা হলো, যা তাঁর মতে কোনো প্রভাবশালীর ইন্ধনে ঘটেছে। তিনি আরও বলেন, তিনি ছাত্র আন্দোলনকারীদের পক্ষে ছিলেন এবং মেরাদিয়ায় কখনো গেছেন বলেও তাঁর মনে হয় না।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে।
জেড আই খান পান্না মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন। তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।
মানবাধিকার সংগঠন আসক এক বিবৃতিতে এই মামলাকে "অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও নিন্দনীয়" বলে উল্লেখ করেছে।